নকল/সার্টিফাইড কপি
সেবা প্রদান পদ্ধতি (সময় সাপেক্ষ)

আবেদনকারীর নিকট হতে আবেদনপ্রাপ্তির পর তা সংশ্লিষ্ট রেজিস্টারে এন্ট্রি দেওয়া হয়। অফিস সহকারী কর্তৃক আদেশের নকল লিখন/তুলনা করার পর সহকারী কমিশনার (ভূমি) এর নিকট উপস্থাপন করা হয়। সহকারী কমিশনার (ভূমি) পরীক্ষান্তে তাতে স্বাক্ষর প্রদান করেন। অতঃপর আবেদনকারীকে তা সরবরাহ/প্রদান করা হয় এবং ১ কপি সংশ্লিষ্ট মোকদ্দমার নথিতে সংরক্ষণ করা হয়। আবেদনকারী জেলা রেকর্ড রুমেও নকল/সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবে।

সেবা প্রাপ্তি সময়
সাধারণত ১-৫ দিন
প্রয়োজনীয় ফি
আবেদন ফি (কোর্ট ফি) - ২০/- টাকা
সেবা প্রাপ্তির স্থান
উপজেলা ভূমি অফিস
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
সহঃ কমিশনার (ভূমি), নামজারি সহকারী
প্রয়োজনীয় কাগজপত্র
কোর্ট ফি যুক্ত আবেদন ও প্রয়োজনীয় সংখ্যক ফলিও কাগজ
সেবা প্রাপ্তির শর্তাবলি
কোর্ট ফিযুক্ত আবেদন দাখিল করতে হয়
সংশ্লিষ্ট আইন ও বিধি
১.সাক্ষ্য আইন, ১৮৭২ ২.রেকর্ড ম্যানুয়াল, ১৯৪৩ ৩.কোর্ট ফি আইন, ১৮৭০ ৪.ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল, ১৯৯০ ৫.এসএ অ্যান্ড টি অ্যাক্ট, ১৯৫০  
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)